Top Ad unit 728 × 90

বিশ্বকর্মা জয়ন্তী বা বিশ্বকর্মা পূজা ১৭th সেপ্টেম্বর ২০১৬

বিশ্বকর্মা পূজা সাধারণত কারখানা, ওয়ার্কশপ, গ্যারেজ বা দোকান যেখানে শ্রমিক, লোহালক্কর বা মেশিন দিয়ে কাজ করা হয় সেখানে পূজা করা হয়।  তিনি একজন হিন্দু দেবতা কৃষ্ণ শাসিত পাণ্ডবদের মায়া সভার পবিত্র শহর নির্মান করেছিলেন।  আবার দেবতাদের জন্য ভয়ানক ভয়ানক নিখুদ অস্ত্রশস্ত্রও নির্মাণ করতেন।
চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরের বাসর ঘরটিও দেবতা বিশ্বকর্মার দ্বারা তৈরি হয়েছিল।




এই পুজোতে ছেলে মেয়েরা ঘুড়ি ওড়ায় এবং প্রচুর আনন্দ করে। আপনারাও বিশ্বকর্মা পুজোর ফলমূল ও খিচুড়ি প্রসাদ খেয়ে এবং বিকেলে ঘুড়ি উড়িয়ে প্রচুর প্রচুর আনন্দ করুন। এই দেবতার বিষয়ে ভালো কিছু জানা থাকলে অবশ্যই কিছু লিখুন বা কমেন্ট করুন। দেবতা বিশ্বকর্মা আপনাদের মঙ্গল করুন।
বিশ্বকর্মা জয়ন্তী বা বিশ্বকর্মা পূজা ১৭th সেপ্টেম্বর ২০১৬ Reviewed by Ashok Sen on 2016-09-17T00:13:00+05:30 Rating: 5

কোন মন্তব্য নেই:

All Rights Reserved by বাংলার পূজা © 2014 - 2015
Powered By Blogger, Designed by Asenwebmedia

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.