দূর্গা পূজা ২০১৬ | Durga Puja 2016
দুর্গাপূজা ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে বড় উৎসব। এছাড়া উড়িষ্যা, ত্রিপুরা, বিহার, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ ও গুজরাট রাজ্যের মানুষের জন্যও এই উদযাপন একটি গুরুত্বপূর্ণ উৎসব। পৃথিবীর অন্যান্য দেশ থেকেও প্রচুর বাঙালী বন্ধুরা এই দূর্গা উৎসব পালন করে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে আনন্দ বার্তা পাঠাচ্ছেন। এটি একটি ছয় দিনের লম্বা উৎসব হিসেবে পালন করা হয় যা মহালয়া, ষষ্টি, মহা সপ্তমী, মহা নবমী এবং বিজয়াদশমী।
দূর্গা পূজা ২০১৬ | Durga Puja 2016
Reviewed by Ashok Sen
on
2016-10-09T14:48:00+05:30
Rating:

Pictures collected from FB friends.
উত্তরমুছুন