কৃষ্ণ জন্মাষ্টমী - ২৫th অগাস্ট ২০১৬, - কৃষ্ণ জন্মাষ্টমী বা কৃষ্ণাষ্টমী বা গোকুলাষ্টমী বা অষ্টমী রোহিণী বা শ্রীকৃষ্ণ জয়ন্তী অথবা শ্রী জয়ন্তী
কৃষ্ণ জন্মাষ্টমী অন্য নামেও পরিচিত হয় যেমন কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী এবং শ্রী জয়ন্তী ইত্যাদি। শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে বাংলার বহু মানুষ উপবাস পালন করে এবং বিভিন্ন নাচ, গান, অভিনয়ের দ্বারা তাকে স্মরণ এবং পূজা করা হয়।
কৃষ্ণ জন্মাষ্টমী বা কৃষ্ণাষ্টমী বা গোকুলাষ্টমী বা অষ্টমী রোহিণী বা শ্রীকৃষ্ণ জয়ন্তী অথবা শ্রী জয়ন্তী।
শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী সমন্ধে ভালো কিছু জানা থাকলে কমেন্ট করতে ভুলবেন না।
কৃষ্ণ জন্মাষ্টমী - ২৫th অগাস্ট ২০১৬, - কৃষ্ণ জন্মাষ্টমী বা কৃষ্ণাষ্টমী বা গোকুলাষ্টমী বা অষ্টমী রোহিণী বা শ্রীকৃষ্ণ জয়ন্তী অথবা শ্রী জয়ন্তী
Reviewed by Ashok Sen
on
2016-08-31T18:36:00+05:30
Rating:

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে আমি উপবাস অনেকবার করেছি। আর উপবাস শেষে বিভিন্ন ধরণের মন্ডা মিঠাই খেতাম। পূজার সাথে সাথে খুব আনন্দ-ও করতাম।
উত্তরমুছুনআমি ও খালি পেটে সারাদিন কিছু খাইতাম না . আমার উপোষ করতে খুব ভালো লাগে .
উত্তরমুছুনসবাইকে অভিনন্দন রইল
উত্তরমুছুন