গনেশ চতুর্থী ০৫ সেপ্টেম্বর ২০১৬ | Ganesh Puja 2016
হাতির মাথা দ্বারা তৈরি ঈশ্বর গণেশের জন্মদিনের প্রতি সম্মান প্রদর্শনের জন্য গণেশ চতুর্থী একটি দশ দিনের হিন্দু উৎসব হিসাবে পালিত হয়। তিনি শিবের এবং দেবী পার্বতীর কনিষ্ঠ পুত্র। গণেশ ১০৮টা বিভিন্ন নামে পরিচিত। ভগবান গণেশকে হিন্দুদের ধর্মীও অনুষ্ঠানের শুরুতে স্বরণ করা হয়।
ভগবান গণেশ সমন্ধে কিছু লিখুন আর সবাইমিলে আনন্দের সাথে ভালো থাকুন। গণপতি বাপ্পা সবার কল্যান করুন।
গনেশ চতুর্থী ০৫ সেপ্টেম্বর ২০১৬ | Ganesh Puja 2016
Reviewed by Ashok Sen
on
2016-09-05T21:28:00+05:30
Rating:

গনেশ চতুর্থীকে "হাতির কেশ দেবতা গণেশ উৎসব" হিসাবেও পালন করা হয়।
উত্তরমুছুনI have collected this pictures from Pintu Biswas. Thanks.
উত্তরমুছুন