Top Ad unit 728 × 90

বারো মাসে তেরো পার্বন

বারো মাসে তেরো পার্বন


১) কালী পূজা:

কালী পুজো নৈহাটিতে বিখ্যাত। চার - পাঁচ দিন ধরে পুজো হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এই কালীপুজো দর্শন এবং আনন্দ উপভোগ করতে আসেন। রাস্তায় রাস্তায় লোকজনের প্রচুর ভিড় হয়। পুলিশ প্রশাসন এবং বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ধরণের সুরক্ষার ব্যবস্থা থাকে। দর্শনার্থী যাতে সুন্দর ভাবে প্রতিমা দর্শন করতে পারে তার জন্য স্বেচ্ছা সেবকরা লাইন এর ব্যবস্থা করে।

 

 

2) মনসা পূজা:

সাপ হচ্ছে মা মনসা দেবীর বাহন।  বাংলার মানুষ সাপকে শ্রদ্ধা এবং ভয় দুটোই করে।  এবং এর জন্যই প্রায় বাংলার প্রতিটি ঘরে ঘরে এর পূজা করা হয়।  ডিসকভারি চ্যানেলে ঠিক এর উল্টোটাই দেখা যায় যে দ্বীপে থাকা বিদেশিরা তাদের জীবন বাঁচানোর জন্য স্যাপ ধরে ধরে খাচ্ছে।  একটা সাপের বিষ দিয়ে যে ওষুধ তৈরি হয় তাতে প্রায় ৫০০ থেকে ১০০০ জনের প্রাণ বা জীবন রক্ষা করা যায়।  তাই সাপকে বাঁচিয়ে রাখা উচিত এবং তার রক্ষক মা মনসা দেবীর পূজা চালিয়ে যাওয়া উচিত।

মা মনসা দেবীর বিষয়ে ভালো কিছু জানা থাকলে কমেন্ট করতে ভুলবেন না।



বারো মাসে তেরো পার্বন Reviewed by Ashok Sen on 2016-08-18T11:01:00+05:30 Rating: 5

কোন মন্তব্য নেই:

All Rights Reserved by বাংলার পূজা © 2014 - 2015
Powered By Blogger, Designed by Asenwebmedia

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.